চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...
নিজস্ব প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়া উপজেলা ট্রাক-পিকআপ মালিক সমবায় সমিতি লিঃ(রেজি-১২৪৫)এর নব নির্বাচিত ব্যবস্হাপনা কমিটির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২৬ ডিসেম্বর)বিকাল তিনটার দিকে উখিয়ার কোটবাজার ষ্টেশনের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য দেন উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সলিম উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমদ,ইউপি সদস্য আবুল হাসানত চৌধুরী,শ্রমিক নেতা আবুল ফজল চৌধুরী।
সদ্য নির্বাচিতরা হলেন আব্দুল মালেক(সভাপতি),সুলতান আহমদ (সহ-সভাপতি),মোঃইউনুস(সাধারণ সম্পাদক),আব্দুল মাজেদ(কোষাধ্যক্ষ)।সদস্যরা যথাক্রমে জাফর আলম, তারেকুর রহমান,মাসুদ পারভেজ রানা,মো ইসলাম ও মোঃ বেলাল প্রমুখ।
পাঠকের মতামত