ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ ৮:০২ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
সারা জীবন দলের পদ ব্যবহার করে চাঁদাবাজি-দূর্নীতি করে এবার নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কক্সবাজারের টেকনাফের উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। জামায়াত-বিএনপির সাথে আতাত করে নৌকার পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে। এতে সর্ম্পশ তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পরিবর্তন চায়।সোমবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে টেকনাফ পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় এমন অভিযোগ করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুর রহমান বদি এমন অভিযোগ করেন। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের পরিচালনায় সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ ইসলামসহ পৌর আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বদি বলেন, ‘দলীয় সভা দেখে উপজেলা আওয়ামীলীগ সভাপতি-সাধারন সম্পাদক নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নেতাকর্মীদের মাঠে নৌকার বিপক্ষে কাজ করতে নির্দেশ দিয়েছেন। এমন ঘটনা নজীর বিহীন। জমায়াত-বিএনপির সাথে আতাত করে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ভোট কেন্দ্রে মানুষ উপস্থিত না হতেও প্রচারনা চালাচ্ছে তারা। এমনকি যুবলীগ-ছাত্রলীগও নৌকার ডুবানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। মানুষ বুঝতে পেরেছে তারা কেমন আওয়ামী লীগ। মূলত তারা দলে ঘাপটি মেরে থাকা মীর-জাফার। এবার নৌকার জয় হলে আমরা সীমান্ত এলাকাকে মাদক মুক্তসহ সকল বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা হবে।’
এদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এবারও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী শাহীন আক্তার এমপি। তিনি এই আসনের সাবেক এমপি আলোচিত-সমালোচিত আবদুর রহমান বদির স্ত্রী। এছাড়া আরও বিভিন্ন দলের প্রার্থী থাকলেও আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়ে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর এ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল), জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টো (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম (আম), তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী (মিনার), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল (ডাব)। এই আসনের ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭১জন। এর মধ্য ১ লাখ ৬৭ হাজার ১৪১জন পুরুষ, ১ লাখ ৫৯ হাজার ৮২৮জন নারী এবং ২ জন হিজড়া।উল্লেখ্য,গতকাল রবিবার টেকনাফ উপজেলা আওয়ামীলীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতিসহ সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের জন্য টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, সহযোগী ও অঙ্গ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদকরা উপস্থিত ছিলেন। এসময় আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল বশর (ঈগল) মার্কার প্রার্থীর পক্ষে ভোট করার সিদ্ধান্ত নেন নেতাকর্মীর।

পাঠকের মতামত

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...