টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
টেকনাফে বন বিভাগ অভিযানে চালিয়ে ২টি চোরাই মেহগনি গাছ জব্দ করা হয়েছে।গতকাল রাতে টেকনাফ বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে একদল বনরক্ষী টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া বৈদ্যগুনা এলাকা থেকে এসব মেহগনি গাছ জব্দ করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লান পাড়া বৈদ্যগুনা এলাকায় অভিযান চালিয়ে ২টি মেহগনি গাছ চুরি করে কেটে পাচারকালে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সংরক্ষিত বনভূমি থেকে চুরি করে এসব গাছ কেটে পাচারের চেষ্টা চালানো হচ্ছিলো।
টেকনাফ বন বিভাগ ফরেস্ট রেঞ্জার মোঃ মিজানুর রহমান বলেন, অভিযান পরিচালনা করে গাছগুলো জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা করা হবে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি বনের গাছ চোর চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। কাউকে বিন্দুমাত্রও ছাড় দেওয়া হবেনা।
পাঠকের মতামত