আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
নৌকার প্রার্থীর পক্ষে রঙ্গিন ব্যানার, অন্যের ছবি ব্যবহার ও ব্যানারের সঠিক সাইজ ব্যবহার না করায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে কালু মিয়া নামক এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টেকনাফ বাস স্টেশন এলাকায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুলের নেতৃত্বে পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘ওই প্রার্থীর পক্ষে রঙ্গিন ব্যানার,অন্যের ছবি ব্যবহার ও ব্যানারের সঠিক সাইজ ব্যবহার না করায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অর্থদণ্ড আদায়ের পাশাপাশি তাৎক্ষণিকভাবে রঙিন ব্যানারটি অপসারণ করা হয়। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।’ পরে কালু মিয়া নামের ওই ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
পাঠকের মতামত