শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি কুপিয়ে এক রোহিঙ্গাকে হত্যা করেছে। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন। একদিনে উখিয়ার একাধিক রোহিঙ্গা ক্যাম্পে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
নিহত হলেন উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে ওমর মিয়া প্রকাশ মাষ্টার আইয়ুব (৩৫)।
২১ ডিসেম্বর(বৃহস্পতিবার) বিকাল সাড়ে তিনটার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন আরসা ও আরএসও রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আরএসও সদস্য ওমর মিয়া প্রকাশ মাষ্টার আইয়ুব (৩৫)কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
####
পাঠকের মতামত