দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ঘটনার পর থেকে উখিয়া-টেকনাফে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।
২১ ডিসেম্বর( বৃহস্পতিবার) সন্ধ্যায় নুরুল বশর বলেন, ‘আইনী প্রক্রিয়ায় আমি প্রার্থীতা ফিরে পেয়েছি।
এসময় তিনি বলেন, ‘ উখিয়া টেকনাফের মানুষ আজ অভিশপ্ত- মানুষ আজকে দুর্নামের ভাগিদার, আমরা কলঙ্কিত কিছু কিছু ব্যক্তির কারনে, তাদের ভুল নেতৃত্বের কারনে”।
উখিয়া টেকনাফের নতুন প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে নুরুল বশর বলেন, তিনি তাদের আলোর পথে আনতে চান।
তিনি নির্বাচিত হলে একটা সুষ্টু ধারার রাজনীতির মাধ্যমে উখিয়ার টেকনাফের দুর্নাম মুছে মানুষ যেনো সুখে শান্তিতে বাস করতে পারে সে ব্যবস্থা করবেন বলেও জানান।
এর আগে ১২ ডিসেম্বর হাইকোর্টের আদেশে নির্ধারিত সময়ের ১১ দিন পর মনোনয়ন জমা দিয়ে ১৫ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ঝরে পড়েছিলো নুরুল বশর।
নুরুল বশর জানান, প্রতীক পছন্দের তালিকায় ঈগল মার্কা দিয়েছিলেন তিনি। আগামীকাল (২২ ডিসেম্বর) তিনি রিটার্নিং কার্যালয় থেকে সেই প্রতীক নিয়ে প্রচারণা শুরু করবেন।
পাঠকের মতামত