প্রকাশিত:
ডিসেম্বর ২১, ২০২৩ ৭:১২ পিএম
মুকুল কান্তি দাশ,চকরিয়া..
কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের পরিত্যক্ত বিল্ডিং ভাঙ্গার সময় ছাদের নিচে চাপা পড়ে মো. ইউনুছ (৫০) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের পরিত্যক্ত ক্যান্টিন ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনুছ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের নূর আহমদের ছেলে।বঙ্গবন্ধু সাফারী পার্কের রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, সাফারী পার্ক এলাকায় একটি বহুতল ক্যান্টিন নির্মাণ করা হচ্ছে। পরিত্যক্ত ক্যান্টিনটি ভাঙ্গার সময় ছাদ চাপা পড়ে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটে।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ###
পাঠকের মতামত