ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩ ৯:০১ পিএম

 

ঈদগাঁও প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জুড়ে শুষ্ক মৌসুম শুরু হতেই ফসলির টপ সয়েল লুট চলছে রাত- দিন। যার কারণে উপজেলার ফসলি জমি গুলো গভীর গর্তের কারণে জলাভূমিতে পরিণত হওয়ার আশংকা দেখা দিয়েছে। সন্ধ্যার আধাঁর ঘনিয়ে আসতেই মেতে উঠে জমির উর্বর অংশ লুটের মহোৎসব। এসব মূল্যবান মাটি চিহ্নিত একটি সিন্ডিকেট বিক্রি করছে উপজেলার অনুমোদনহীন অর্ধডজন ইটভাটায়। কৃষকের পেটে লাথি মেরে মাটিখেকো সিন্ডিকেট এবং ভাটা মালিকরা কোটি টাকা হাতিয়ে নিলেও প্রশাসন নির্বিকার।

সচেতন লোকজন জানান, সপ্তাহখানেক আগে থেকে উপজেলার ফসলি জমি ভোমরিয়াঘোনা,পোকখালী তেইক্কাবিল,চুলুবনিয়াবিল,গোমাতলী বাইক্কার চড়া,জালালাবাদের ধনকা বিল,ঈদগাঁও’র ঝাইক্কাকাটা,ভোমরিয়াঘোনা,পালপারাবিল,ইসলামাবাদের চইদ্দকাইন্না,গজালিয়া,বোয়ালখালীর শতশত একর দুই ফসলি,তিন ফসলি জমি গুলোতে দৈত্যাকারের এক্সেভেটর (ভেকু) নামিয়ে ফসলী জমির টপ সয়েল কাটা শুরু করেছে।

এসব মাটিখেকো চক্র ও ভাটা মালিক পক্ষ থেকে এলাকাভিত্তিক কিছু সিন্ডিকেট মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।বিনিময়ে জমি মালিক ও কৃষকদের ফসলি জমির মাটির উর্বর অংশ লুট করা শুরু করে। এ সিন্ডিকেট রাত নামলেই শুরু করে টপ সয়েল কাটা। ডজন এক্সেভেটর ও কয়েক অর্ধশত ডাম্পার জমিতে নেমে সারারাত ধরে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করে।

যার কারণে একদিকে ফসলি জমি গর্ত হচ্ছে, ডাম্পারের বেপরোয়া চলাচলে নষ্ট হচ্ছে উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তা ঘাট। উপজেলা জুড়ে এসব ডাম্পারের বেপরোয়া চলাচলে চরম দূর্ঘটনা ঝুকিতে রয়েছে উপজেলার সচেতন লোকজন।

স্হানীয় কৃষক আবদুল্লাহ জানান, কয়েকদিন আগে এক বিধবার সবজি ক্ষেতসহ মাটি কেটে নিয়ে যায় তারা। অপর চাষী রশিদ বলেন, গত কয়েক বছর ধরে এসব জমি থেকে টপ সয়েল কেটে নেয়ায় ফসলী জমিগুলো অনেক নীচু হয়ে গেছে। তাই আগের মত ফলন হয়না। নীচু হয়ে যাওয়ায় অনেক জমি জলাশয়ে পরিণত হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে গেছে।

জমির মালিকরা বলেন, এসব জমিতে ফলন কম হওয়ায় লোকসানের ভয়ে ধানচাষে আগ্রহ হারাচ্ছেন এখানকার কৃষকরা। এর ফলে এলাকায় খাদ্য ঘাটতি দেখা দেয়ার আশংকা রয়েছে। শীত মৌসুমের শুরু থেকেই এসব মাটিখেকো চক্র ও ভাটা মালিকরা পরিবেশ ও জনবিধ্বংসি এ অপকর্ম অব্যাহত রাখলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ নির্বিকার বলে মত প্রকাশ করেছে। তারা জনস্বার্থে এসবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সরকারি রাস্তা ঘাট ও কৃষকদের জমি রক্ষার দাবি জানিয়েছেন।

এদিকে উপজেলার এসব কৃষি জমি এলাকা জুড়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের বিচরণ থাকলেও রহস্যময় কারণে তারা দেখেও না দেখার ভান করে আছে বলে দাবি করেছে কৃষক ও জমি মালিক কতৃপক্ষ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমার ফোনে একাধিক কল দিয়েও রিসিভ না করায় এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...

সীমান্ত থেকে ক্রিষ্টাল মেথ আইস ও হিরোইনসহ আটক ১

         পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১.৭৯০ ...

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান সম্পন্ন

         বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দেশ জুড়ে ২৮টি অঞ্চল/শাখার সমন্বয়ে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান কর্মসূচি ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত!

         একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস।  তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে।  ...

সেন্টমার্টিন সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

         কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগর থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক।ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।   ...