শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন কে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে মাদক বিক্রিয় নগদ ৩৩ হাজার টাকা,দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল গ্রামের মৃত আবদুল জব্বার এর ছেলে
মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মিস্ত্রি (৫০)। ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
১৯ ডিসেম্বর(মঙ্গলবার)বিকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে আসছিল। বিভিন্ন পন্থায় স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
পাঠকের মতামত