শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী মোঃইউনুস প্রকাশ মাষ্টার ইউনুস সহ চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন র্য্যাব। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ,২টি ওয়ান শুটার গান,২টি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড বিদেশী পিস্তলের কার্তুজ,৫টি এলজি’র কার্তুজ, বড় ককটেল ৫টি, ছোট ককটেল ৮টি, ৪টি স্মার্টফোন,২টি পকেট নোটবুক,২টি হিসাবের খাতা, ও ৪৪ পৃষ্ঠাযুক্ত হিসাবের লিস্ট খাতা উদ্ধার করে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজিব আহম্মদের ছেলে ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭),উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেব এর ছেলে মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮),উখিয়ার লম্বাশিয়া ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাসু মিয়ার ছেলে এনায়েত উল্ল্যাহ (২৬)ও উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহমানের ছেলে মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যাহ(২৭)।ধৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের বিকালে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
১৮ ডিসেম্বর(সোমবার)রাত নয়টা থেকে মধ্যরাত পর্যন্ত উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব সুত্রে জানা যায়,রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপগুলো মধ্যে আরসার আধিপত্য বিস্তার ব্যাপক হারে বৃদ্ধির জন্য গতকাল রাতে তারা বড় ধরণের একটি নাশকতা সৃষ্টির লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃত মাস্টার ইউনুস এর নেতৃত্বে থাকা আরসার অন্যান্য সদস্যরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নাশকতার পরিকল্পনা, নাশকতা সৃষ্টি, অরাজকতা ও সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি, হামলা, ভয়-ভীতি প্রদর্শনসহ খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার কেন্দ্রিক বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে থাকে। তাদের নাশকতায় শরণার্থী শিবিরের শরণার্থীরা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। তাদের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য পার্শ্ববর্তী দেশ হতে দূর্গম সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধ পথে অস্ত্র-গোলাবারুদ ও নাশকতার জন্য ব্যবহৃত বিস্ফোরক সংগ্রহ করত।
পাঠকের মতামত