মুকুল কান্তি দাশ,চকরিয়া…
আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফরম দাখিল করা প্রার্থীদের মধ্যে দুইজন প্রভাবশালী নেতা মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিয়েছেন। রবিবার (১৭ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির ( জেপি) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা এ এইচ সালাহউদ্দীন মাহমুদ ও বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় মহাসচিব আবদুল আউয়াল মামুন।
ভোট যুদ্ধে রয়ে গেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম বীর প্রতিক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির ( জাপা) হোসনে আরা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও এমপি পুত্র তানভীর আহমদ সিদ্দিকী তুহিন এবং কমর উদ্দীন ।
এর আগে গত ৩ ডিসেম্বর রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার জেলা প্রশাসকের দপ্তরে বাছাইকালে মনোনয়ন বাতিল হয় ৫ জনের। তাদের মধ্যে ইসির দপ্তরে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন কমর উদ্দীন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি নির্বাচন কমিশনে আপিল করলেও ১৫ ডিসেম্বর মনোনয়ন বাতিল বহাল রাখেন ইসি। ফলে সালাহউদ্দিন আহমদ সিআইপি ১৭ ডিসেম্বর উচ্চতর আদালতে আপিল করেছেন প্রার্থীতা ফিরে পেতে।
সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, ‘ আমি ষড়যন্ত্রের শিকার, প্রার্থীতা ফিরে পেতে আমি আইনি লড়াই চালিয়ে যাবো।###
পাঠকের মতামত