শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস পালিত হয়।শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর উখিয়া উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উখিয়া প্রেসক্লাব,উখিয়া উপজেলা প্রেস ক্লাব,উখিয়া অনলাইন প্রেস ক্লাব,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ,উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়,উপজেলা আওয়ামী লীগ,
বিএনপি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃতে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করেন।
পরে সকাল সাড়ে আটটার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু কিশোরদের সমাবেশ, কুচকাওযাজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।
দুপুর বারোটার দিকে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সালেহ আহমদ,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শামীম হোসেন,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা পরিমল বড়ুয়া,ডাঃরন্জন বড়ুয়া রাজন।উক্ত আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭৩ জন মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
পাঠকের মতামত