নিজস্ব প্রতিবেদক::
দেশজুড়ে শীতবস্ত্র দান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর উদ্যোগে উখিয়ায় ৫০জন হতদরিদ্র ও বিধবা নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটবাজারস্থ উত্তরপাড়ায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এবারের দাতা অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট।
শীতবস্ত্র বিতরণের আগে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার আহবায়ক সাংবাদিক পলাশ বড়ুয়ার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, রত্নাপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সেলিম কাইছার, সমাজকর্মী অমিয় বড়ুয়া, উন্নয়নকর্মী শীলানন্দ বড়ুয়া টিটু, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়ার আহবায়ক অধ্যাপক রনজিত বড়ুয়া, রিসসো-কোসাকাই কক্সবাজার শাখার আহবায়ক কমিটির সদস্য রূপম বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-কক্সবাজার এর সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া, অহিংসা বাস্তবায়ন কমিটি (অবাক) এর প্রতিষ্ঠাতা মধু বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, কারো সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব এই স্লোগানে জাতি ধর্ম নির্বিশেষে দেশজুড়ে শীতবস্ত্র দানসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে প্রাচীন সংগঠন বাবৌযুপ। যার ফলে দেশে শান্তি, সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে একইদিন রেজুরকুল গ্রামের মরহুম জাহাঙ্গীরের বিধবা স্ত্রী-সন্তানের ঝুপড়ি ঘরটি পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত