প্রতিনিধি।।
হাইকোর্টের আদেশে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মনোনয়ন জমা দিয়ে এবার যাচাই বাছাইয়ে ঝরে পড়লো ব্যারিস্টার মিজান সাঈদ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রে সমর্থনকারীদের স্বাক্ষরে অসঙ্গতি থাকায় মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
এসময় ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, শুরুতেও অনেক সমস্যা হয়েছে মনোনয়নপত্র জমাদানে। এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবো।
উল্লেখ্য মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ (৩০ নভেম্বর) বিকেল ৪ টার পর মনোনয়ন পত্র জমা না নেয়ায় উচ্চ আদালাতে যান ব্যারিস্টার মিজান সাঈদ। হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চে মনোনয়ন পত্র না করা বিষয়ে চ্যালেঞ্জ করে রিট করলে আদালত তার মনোনয়ন পত্র গ্রহন করার আদেশ দেয়।
হাইকোর্টের আদেশে জেলা রিটার্নিং কর্মকর্তা মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন পত্র গ্রহন করেন।
পাঠকের মতামত