আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে পিএইচডির এডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রনয় রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবছার, ইউআরসির ইন্সট্রাক্টর মিজানুর রহমান ও উপজেলা নারী প্রতিরোধকল্পে মাল্টিসেন্টারাল প্রোগ্রাম অফিসার নাসিদুল ইসলাম।
এনজিও সংস্থা কানাডা প্লান ইন্টারন্যাশনালের অর্থায়নে ‘পিএইচডি’র বাস্তবায়নে অনুষ্টিত কর্মশালায় স্বাস্থ্য সুরক্ষা, বয়ঃসন্ধিক্ষণ, গর্ভবতী মহিলা, জেন্ডার ও বাল্য বিবাহসহ বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে গৃহীত উন্নয়ন প্রকল্পের উপর উপস্থাপন করেন পিএইচডি’র টেকনিক্যাল অফিসার মো. শাহিন হোসেন গাজী। প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন সিওসি সদস্য রোমেন শর্মা ও হালিমা বেগম। কর্মশালায় সাবরাং ইউনিয়নের নারী উন্নয়ন ফোরাম, টেকনাফ সদরের মিতালী আদর্শ যুব উন্নয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যগণ অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত