ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ ১০:৩০ পিএম

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে দুইদিন ধরে একটি নৌকাসহ পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।রোববার সকাল ৭টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা করে এ পাঁচজন জেলে সাগরের মাছ ধরতে যান। এরপর থেকে তারা নিখোঁজ হয়ে পড়েন।বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

নিখোঁজ জেলেরা হলেন- নৌকার চালক মোহাম্মদ আইয়ুব (৪৫), সৈয়দ আলম (৫০), সাইদুল ইসলাম (২০), মো. রফিক (২৩) ও হেলাল উদ্দিন (২০)। নিখোঁজ জেলেরা সবাই বাহারছড়ার হাজমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।

ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, গত রবিবার সকাল সাতটার দিকে বাহারছড়া ইউনিয়নে হাজমপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন একটি নৌকা সাগরের মাছ ধরতে গেলে গত দুইদিন ধরে নৌকাসহ পাঁচজন মাঝিমাল্লা নিখোঁজ হয়ে পড়েছেন।

নৌকার মালিক মোহাম্মদ আইয়ুব বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরে জাল ফেলার পর ওইদিন দুপুরের দিকে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা ভাসমান অবস্থায় ছিলেন। নৌকার ইঞ্জিন মেরামতের চেষ্টা চালানোর পাশাপাশি মাঝিমাল্লাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে জানায়। এরপর ঐদিন বিকেলে দুটি নৌকা নিয়ে সাগরে তাদের অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোনো ধরনের খোঁজ -খবর পাওয়া যায়নি। সোমবার বিকেল চারটা পর্যন্ত নৌকায় থাকা মাঝি-মাল্লাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাহাড়ছড়া ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মাছ ধরতে গিয়ে একটি নৌকাসহ পাঁচজন জেলে গত দুইদিন ধরে নিখোঁজ হয়ে পড়েছে বলে শুনেছি। জেলেদের উদ্ধারের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করছি।

 

পাঠকের মতামত

টেকনাফে পাহাড় থেকে ১৯জন বনকর্মীকে অপহরণ

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের পাহাড়ে কাজ করতে যাওয়া ১৯বনকর্মীকে অপহরণ করেছেন পাহড়ী সন্ত্রাসীরা। ...

টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) সীমান্তের মাদক নিমূল, দালালচক্র দমন করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ...

• জড়িত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা • গুদাম সিলগালা • মাস্টার রোল ও ভিজিডি কার্ড জব্দ ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে!

         বিগত বছরের চাল চলতি বছরেও না দেয়া, চলতি বছরের চাল বিতরণে সুক্ষ্ম কারচুপি ও বিক্রির ...

সাগর পথে মালয়েশিয়াগামী ৬৬জন রোহিঙ্গা উদ্ধার,পাঁচ দালাল আটক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ...