ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ ১০:৩০ পিএম

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরের মাছ ধরতে গিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া থেকে দুইদিন ধরে একটি নৌকাসহ পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে।রোববার সকাল ৭টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকা করে এ পাঁচজন জেলে সাগরের মাছ ধরতে যান। এরপর থেকে তারা নিখোঁজ হয়ে পড়েন।বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, দুই জেলে নিখোঁজ।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

নিখোঁজ জেলেরা হলেন- নৌকার চালক মোহাম্মদ আইয়ুব (৪৫), সৈয়দ আলম (৫০), সাইদুল ইসলাম (২০), মো. রফিক (২৩) ও হেলাল উদ্দিন (২০)। নিখোঁজ জেলেরা সবাই বাহারছড়ার হাজমপাড়ার ৭ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।

ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, গত রবিবার সকাল সাতটার দিকে বাহারছড়া ইউনিয়নে হাজমপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আইয়ুবের মালিকানাধীন একটি নৌকা সাগরের মাছ ধরতে গেলে গত দুইদিন ধরে নৌকাসহ পাঁচজন মাঝিমাল্লা নিখোঁজ হয়ে পড়েছেন।

নৌকার মালিক মোহাম্মদ আইয়ুব বলেন, জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরে জাল ফেলার পর ওইদিন দুপুরের দিকে নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা ভাসমান অবস্থায় ছিলেন। নৌকার ইঞ্জিন মেরামতের চেষ্টা চালানোর পাশাপাশি মাঝিমাল্লাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে জানায়। এরপর ঐদিন বিকেলে দুটি নৌকা নিয়ে সাগরে তাদের অনুসন্ধান চালানো হয়। কিন্তু কোনো ধরনের খোঁজ -খবর পাওয়া যায়নি। সোমবার বিকেল চারটা পর্যন্ত নৌকায় থাকা মাঝি-মাল্লাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাহাড়ছড়া ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মাছ ধরতে গিয়ে একটি নৌকাসহ পাঁচজন জেলে গত দুইদিন ধরে নিখোঁজ হয়ে পড়েছে বলে শুনেছি। জেলেদের উদ্ধারের জন্য বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা কামনা করছি।

 

পাঠকের মতামত

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত!

         একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস।  তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে।  ...

সেন্টমার্টিন সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

         কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগর থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক।ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।   ...

শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৭

         কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ডের ...