আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র,
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. এনামুল হক,মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রক ডাঃ সাঈদ মোহাম্মদ রিয়াদ চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ প্রণব কুমার ধর, উপজেলা ওসিসি কর্মকর্তা নাসিদুল ইসলাম আল ফারুকী,হিসাব রক্ষক রেজাউল করিম, স্বাস্থ্য সহকারী হাফেজ আহমদ, জান্নাতুল ফেরদৌস, বিজিএস কর্মী সিএসডব্লিউ ও নারী নেত্রী কুলসুমা বেগম প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় মোট ১৫৮টি কেন্দ্রে ৫৩ হাজার ৯৪৯ জন শিশুকে দুই ধরনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে নিশ্চিত করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। যাতে কোন শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পরে সেজন্য যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হয়ে ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে বলে তিনি জানান।
পাঠকের মতামত