আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকায় আভিযান চালিয়ে ৩৮৯ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। বিশ্বস্ত গুপ্তরের মাধ্যমে জানা যায়, এসআই মোঃ কামাল হোসেন এবং তাহার সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ বাজার পাড়া এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়াস্থ পলাতক আসামী জামালিকা (২৮) এর বসত ঘরে পৌঁছানোর পূর্বে আসামী তাহার ঘরের তালা বন্ধ করে অন্যত্রে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীসহ অন্যান্য লোকজনদের উপস্থিতিতে ১নং সাক্ষী নুর মোহাম্মদ (৬২) তাহার বোনের ঘরের দরজা খুলে দিলে উপস্থিত সাক্ষী ও তাহার সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তা পলাতক আসামীর ঘর তল্লাশী করে ৩৮৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।তিনি আরো জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত