নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের রামুতে পিতৃহারা রাজর্ষী বড়ুয়া অর্ঘ্য’র উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছেন বাবৌযুপ। সে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রামু উপজেলা শাখার সাবেক সভাপতি প্রয়াত রাসেল বড়ুয়ার ছেলে। এ উপলক্ষ্যে সংগঠনটির কেন্দ্রিয় কমিটির একটি প্রতিনিধি দল আজ তাকে নগদ অর্থসহ শিক্ষাবৃত্তির উপকরণ তুলে দেন।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় রামুস্থ প্রয়াত রাসেল বড়ুয়ার হাজারীকুলের বাড়িতে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বাবৌযুপ-কক্সবাজার এর সভাপতি সিপন বড়ুয়ার সঞ্চালনায় প্রয়াত রাসেল বড়ুয়ার স্মরণে শোকাভিভূত পরিবার ও গ্রামবাসীদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ প্রয়াত রাসেল বড়ুয়ার সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে প্রয়াত রাসেল বড়ুয়ার একমাত্র সন্তান রাজর্ষী বড়ুয়া অর্ঘ্য’কে উচ্চ শিক্ষা করার জন্য যত অর্থ প্রয়োজন হবে তা বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ বহন করবে এমনটি জানান।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু, মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া, চট্রগ্রাম মহানগর শাখার সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, স্থানীয় ইউ,পি সদস্য সালামত উল্লাহ, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক রুবেল বড়ুয়া, সদস্য সচিব সুকুমার বড়ুয়া, সদস্য রিপন বড়ুয়া মির্জা প্রমুখ।
পরে একইদিন কেন্দ্রীয় কমিটিসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়িতে গৃহহীন বিধবা নারীকে বাড়ি নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন।
পাঠকের মতামত