আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে স্টেশন এলাকায় বেশ কয়েকটি পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়,পেয়াজের দাম অসামঞ্জস্যপূর্ণ, ক্রয় বিক্রয় রশিদ দেখাতে না পারা, কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা এবং ক্রেতার সাথে দাম নিয়ে প্রবঞ্চনা করাসহ মূল্য তালিকা না থাকায় বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. এরফানুল হক চৌধুরী ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুয়ায়ী দাম অসামঞ্জস্যপূর্ণ, ক্রয়-বিক্রয় রশিদ দেখাতে না পারা, কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা এবং ক্রেতার সাথে দাম নিয়ে প্রবঞ্চনা করাসহ মূল্য তালিকা না থাকার অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত