ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় দুই ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ইসলামিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান সামির (৮) ও তার ছোট বোন সাবা (৬) ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান। আহত হয়েছে নাছিরের ভাতিজি। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন দেখার উদ্দেশ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হচ্ছিল দুই ভাই-বোনসহ তিন শিশু। পথিমধ্যে একটি দ্রুতগতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় অপর এক শিশু। দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পালিয়ে যাওয়া গাড়ি শনাক্ত করার চেষ্টা চলছে।
পাঠকের মতামত