আব্দুস সালাম,টেকনাফ
টেকনাফে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষক কৃষাণীদের ১৫০০ জনকে ২কেজি বোরো হাইব্রিড বীজ, ১০০০ জনকে ৫ কেজি বোরো উপশী বীজ, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার বিতরন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ডিসেম্বর) বেলা ১১টার কৃষি অধিদপ্তরের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় বোরো হাইব্রিড ও বোরো উপসী ফসলের আবাদ বৃদ্ধি ও সমলয় চাষাবাদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ উদ্বোধন উপলক্ষে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আদনান চৌধুরী।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলম, কৃষক-কৃষাণীগণ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। যা পেয়ে কৃষক কৃষাণীরা দারুণ খুশী।
পাঠকের মতামত