সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া :
আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মামন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি , রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল মামুন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে ও সুজন সভাপতি নুর মোহাম্মদ সিকদার প্রমূখ।
পাঠকের মতামত