কক্সবাজার প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দীন আহমদসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
আসনটিতে মনোনয়নপত্র দাখিলকারী ১৩ জনের মধ্যে অপর আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
রোববার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, ইতোমধ্যে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এখানে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও ৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অপর ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানা যায়, কক্সবাজার-১ আসনে বাতিল হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দীন আহমদ, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, কমর উদ্দীন, শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ ও শাহ নেওয়াজ চৌধুরীর মনোনয়নপত্র।
এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী সালাহউদ্দীন আহমদের মনোনয়নপত্র বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে ঋণখেলাপি হওয়ায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। অপর ৪ জনের মনোনয়নপত্র বাতিলের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
এ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, মহাসচিব আবদুল আউয়াল মামুন, জাতীয় পার্টির এএইচ সালাউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টির হোসনে আরা, বর্তমান সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এবং তানভীর আহমদ সিদ্দিকী তুহিনের।
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপিল করতে প্রার্থীদের বলা হয়েছে।
পাঠকের মতামত