সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে অভিযান চালিয়ে বন আইন-১৯২৭ এর চার্জশিটভুক্ত দীর্ঘদিন যাবত পলাতক ও সরকারি কাজে বাধা প্রদানকারী ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ আসামীকে আটক করেছে র্যাব।
গতকাল শনিবার ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা বাগাইন্ন্যাপাড়া গ্রামের মৃত মোকতার আহমদের পুত্র ওবায়দুল্লা(৪০) ও একই এলাকার আলী হোসেনের পুত্র নুরুল আজিম (৩৮)।
জানা গেছে, র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপরোক্ত মামলার পলাতক ২ আসামী খুটাখালী এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ১ ডিসেম্বর ভোর রাতে র্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি শেখ মোহাম্মদ আলী।
২/১২/২০২৩ খ্রি.
পাঠকের মতামত