ডেস্ক নিউজ
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ ২:২২ পিএম
উখিয়া-টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের সীমান্তে পৃথক দু’টি অভিযানে চোরাকারবারিদের পেলে যাওয়া মালিকবিহীন ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবির সদস্যরা।
শুকবার (১ ডিসেম্বর) রাতে টেকনাফের সাবরাং ও শাহ পরীর দ্বীপ বিওপির পৃথক দু’টি টহল দল এ অভিযান পরিচালনা করে মালিকবিহীন আইস ও ইয়াবা গুলো উদ্ধার করতে সক্ষম হয়।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ -২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)।
অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন,গোপন সংবাদে খবর ছিল মিয়ানমার থেকে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।এমন সংবাদে শুক্রবার রাতে ওই এলাকায় সাবরাং বিওপির একটি টহলদল অবস্থান করেন।পরে বিজিবি টহলদল চারজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ১.৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধের দিকে আসতে দেখে।
এ সময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সময় তাদের কাঁধে থাকা ব্যাগগুলো মাটিতে পড়ে যায়।পরবর্তীতে চোরাকারবারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামের ভেতরে ডুকে পড়েন।পরে টহল দল ওই স্থানে তল্লাশি করে ৪টি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
অধিনায়ক আরও বলেন,একই রাতে শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১.০৫৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও  ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া কাউকে পাওয়া যায়নি।তবে এসব চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দারা কাজ করছেন বলে তিনি জানায়।

পাঠকের মতামত

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...

পর্যটকে মুখরিত ইনানী সৈকত!

         একদিকে পর্যটন মৌসুম, অন্যদিকে মহান বিজয়ের মাস।  তাই পর্যটক বেড়েছে কক্সবাজার, ইনানী ও পাটোয়ারটেক সৈকতে।  ...

সেন্টমার্টিন সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

         কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে সাগর থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক।ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।   ...

শাহপরীরদ্বীপে কোস্টগার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৭

         কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ডের ...