ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ ৯:০৮ পিএম

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন আহমদ (সিআইপি) ও বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমসহ ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রির্টানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান ও সহকারি রির্টানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের কার্যালয়ে ৬টি রাজনৈতিক দলের ৭জনসহ ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।
চকরিয়া সহকারি রির্টানিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান জানান, ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার আমার দপ্তরে ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রির্টানিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান জানান, তাঁর দপ্তরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের তিনজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
তারা হলেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সালাহ উদ্দিন আহমদ (সিআইপি), বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও একই দলের আবদুল আউয়াল মামুন।
তারা হলেন- কক্সবাজার-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম (স্বতন্ত্র), জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দীন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ বেলাল উদ্দিন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বীর মুক্তিযোদ্ধ আবু মোহাম্মদ বশিরুল আলম, জাতীয় পার্টি (জি এম কাদের) হোসনে আরা, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে- শফিকুল ইসলাম, কমর উদ্দিন, তানভীর আহমদ সিদ্দিকী তুহিন, শাহনেওয়াজ চৌধুরী ও শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
উল্লেখ্য, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে সংসদ সদস্য পদে লড়তে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েও না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম মনোনয়ন ফরম দাখিল করেছেন। একই সাথে তার একমাত্র ছেলে তানভীর আহমদ সিদ্দিকী তুহিনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।###

 

পাঠকের মতামত

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...