মুকুল কান্তি দাশ, চকরিয়া…
পরিমল কান্তি দে। বয়স ৬৫। দুই নাতিসহ গিয়েছিলেন রাস পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত রাস মহোৎসব দেখতে। রাতে রাস মহোৎসব দেখে প্রসাদ খেয়ে বাড়ি ফিরছিলেন দুই নাতিসহ পরিমল। তবে সড়ক পারাপারের সময় একটি যাত্রীবাহি বাস গাড়ির চাপায় পূর্ণ্যার্থী পরিমল নিহত হলেও অল্পের জন্য রক্ষা পান সাথে থাকা দুই নাতি।
গতকাল সোমবার (২৭ নভেম্বর) রাত ১১টায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের বরইতলী (গরুবাজার) স্টেশনে।
নিহত পরিমল কান্তি দে উপজেলার বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম হিন্দু পাড়া এলাকার মৃত ক্ষেমশ চন্দ্র দে’র ছেলে।
প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, রাস পূর্ণিমা উপলক্ষে পাশ্ববর্তী হারবাং ইউনিয়নের ধর পাড়ায় রাস মহোৎসব চলছে। সোমবার রাতে দুই নাতিসহ পরিমল কান্তি দে রাস মহোৎসব যায়। ওইদিন রাতে প্রসাদ গ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন তারা। হারবাং স্টেশন থেকে ম্যাজিক গাড়িতে করে তারা তিনজন বরইতলী স্টেশনে নেমে যান। পরে তারা সড়ক পারাপার করতে গেলে পরিমলের সাথে থাকা দুই নাতি একটু পিছনে সরে যাওয়ার তারা রক্ষা পেলেও বাস চাপায় নিহত হন পরিমল।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পরিমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশিত:
নভেম্বর ২৮, ২০২৩ ২:১৫ পিএম
কক্সবাজারের টেকনাফে উত্তেজিত ভূমিদস্যুদের হামলায় পুলিশ কর্মকর্তা ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মীসহ ৮ জন ...
পাঠকের মতামত