উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রুমঁখা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় মাদক বিক্রির নগদ ৯০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট জব্দ করা হয়।
আটককৃত হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের
রুমঁখা নাপিত পাড়ার সজীব ধরের স্ত্রী যমুনা ধর (৪৮)।
আটককৃতকে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।
২৪ নভেম্বর(শুক্রবার)রাতে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা নাপিত পাড়া নিরন্দ্ররের বাড়ীতে
এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মহিলা নিজেকে মাদকদ্রব্য ইয়াবার পাইকারী বিক্রেতা বলে স্বীকার করেন। সে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধ পথে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে থাকে। পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন স্থানে পাইকারী দামে মাদক সরবরাহ করে আসছিল।
ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
পাঠকের মতামত