সেলিম উদ্দীন, ঈদগাঁও::
উপজেলা পর্যায়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে প্রথম বারের মত নবগঠিত উপজেলা হিসেবে ঈদগাঁওতে সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরী সংলগ্ন মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লোকজ গবেষক, সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট সাহিত্য সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটিতে সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলাম সমন্বয়কারী, কবিতার রাজপথের সম্পাদক ও প্রকাশক কবি মনির ইউসুফ আহবায়ক, লেখক, অনুবাদক, কবি, সাংবাদিক কাফি আনোয়ার যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী সচিব, লেখক, গবেষক, সাংবাদিক আজাদ মনসুর কে যুগ্ম সচিব হিসেবে মনোনিত করা হয়েছে।
ঈদগাঁও সাহিত্য সম্মেলন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা লেখক, কথা সাহিত্যিক, কবি ও সাংবাদিক হুমায়ুন ছিদ্দিকী ও লেখক, গবেষক জাহাঙ্গীর মোহাম্মদ’র উপস্থিতিতে নির্বাহী সদস্য করা হয়েছে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি শফিউল আলম শফি, কবি নোমান মাহমুদ, কবি বশিরুজ্জামান, আবৃত্তিকার মিনহাজ চৌধুরী, সাকলাইন মোস্তাক ও মোহাম্মদ মুনতাসির মমতাজকে।
আহবায়ক কমিটি সমন্বয়কের পরামর্শ ও নির্দেশনাক্রমে ঈদগাঁও সাহিত্য সম্মেলন বাস্তবায়ন করবেন।
আগামী ২৩ ডিসেম্বরের সাহিত্য সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় উপজেলার তৃণমূলের সর্বস্তরের কবি, ছড়াকার, সাহিত্যিক, গবেষক, গীতিকারদের অংশগ্রহণের পাশাপাশি তরুণ সাহিত্যিকদের ভাল কাজে উদবুদ্ধ করাসহ আগামী প্রজন্মকে সঠিক দিক নির্দেশনার জন্য সাহিত্য চর্চা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়েছে।
পাঠকের মতামত