প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩ ৯:১৫ পিএম

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি ও বালু খেকোদের ধরতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।

বুধবার (২২ নবেম্বর) বিকালে উপজেলার রাজাপালং ইউনিয়ন পুর্ব দরগাহবিল বাগানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় আটক হওয়া দু’জন ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।জব্দ করা হয়েছে প্রায় ৩’শ গজ পাইপ, কোদাল, বেলচা ও নষ্ট করা হয়েছে পাহাড়ের মাঠি গলানোর কাজে ব্যবহৃত সাবমার্সিবল পানির পাম্প।

সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত উখিয়া সদর ঘিলাতলি এলাকার ডাম্পার মালিক আলমগীরের নেতৃত্বে পাহাড় কর্তন করে পাহাড়ি মাটি ও বালু আহরণ করে যাচ্ছিলেন।তিনি
বন বিভাগের পাহাড় কেটে রমরমা মাটির ব্যবসা করছে।তাকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিউল আলম বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সরকারি জমি দখলদার ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পাহাড় কর্তন করলে কেউ ছাড় পাবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে। বন রক্ষায় যা যা করণীয়, সে সব কাজ চালিয়ে যাওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় খেকোদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে, যে বা যারা যতই ক্ষমতাধর প্রভাবশালী হউক সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়ায় পাহাড় কাটার দায়ে দু'জনকে জরিমানা

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...