নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন উখিয়া উপজেলা শাখা গঠনকল্পে ১১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
১৮ অক্টোবর বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বঙ্কিম বড়ুয়া এই কমিটি অনুমোদন করেন।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উখিয়া শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
আহবায়ক কমিটিতে যারা রয়েছেন আহবায়ক- অধ্যাপক রনজিত বড়ুয়া (রত্নাপালং), যুগ্ম আহবায়কদের মধ্যে শংকর বড়ুয়া (পশ্চিম রুমখাঁপালং), প্রমতোষ বড়ুয়া (পাতাবাড়ি), উৎপল বড়ুয়া (ভালুকিয়াপালং), কিরণ বড়ুয়া (রেজুরকুল), সুলাল বড়ুয়া (কুতুপালং), শিক্ষক তপন বড়ুয়া (মরিচ্যাপালং), সদস্য সচিব- শিক্ষক মিলন কুমার বড়ুয়া (রেজুরকুল), সদস্যদের মধ্যে- বিকাশ বড়ুয়া (চৌধুরীপাড়া) সমিরণ বড়ুয়া (খয়রাতিপাড়া), শৈবাল বড়ুয়া (নলবনিয়া)।
পাঠকের মতামত