নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফে নিখোঁজ ১২ ঘন্টা পর সুপারি বাগান থেকে মুহিব উল্লাহ(৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুহিব উল্লাহ(৩০) টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়ার মো. ইদ্রিসের ছেলে।
মঙ্গলবার (৩ অক্টোবর) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ কচুবনিয়ার একটি সুপারি বাগানের নিচে তার মরদেহ পাওয়া যায়।এ তথ্যটি নিশ্চিত করেন নিহত মুহিব উল্লাহ এর স্ত্রী নাসিমা আক্তার।
তিনি জানান,সোমবার সন্ধা থেকে তার স্বামী মুহিব উল্লাহ নিখোঁজ রয়েছেন।তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলে সারারাত তার সন্ধান পাওয়া যায়নি।পরেরদিন সকাল ৯টার দিকে বাড়ি থেকে দুরে একটি সুপারি বাগানে নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।এবং তার গায়ে আঘাতে চিহ্নও রয়েছেন।
পরে তারা টেকনাফ মডেল থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসেন এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দু রাজ্জাক জানান,সাবরাং কচুবনিয়া থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে দুপুর ৩টার দিকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত