মুকুল কান্তি দাশ, চকরিয়া::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ইনজামাম উল আলম রাফি (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এসময় অপর আরোহী তার বন্ধু মেহেরাব হোসেন অভি (২০) গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইনজামামউল আলম কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে। আহত অপর বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে। তারা দুই বন্ধু চকরিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাস করে কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বেলা পৌনে তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম।
এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন। অপর আহত মেহেবারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত