কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ৬ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ৫ কেজি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ এবং বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।
গত মঙ্গলবার রাঙামাটি বনরুপা সমতাঘাট থেকে বন বিভাগের বিশেষ টহল বাহিনী সংবাদ পেয়ে স্থানীয় একব্যক্তির আড়ৎ থেকে সাপটি উদ্ধার করে মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই রেঞ্জে অবমুক্ত করার জন্য হস্তান্তর করে। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ৬ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ্যের এবং ওজন ৪ কেজি ওজনের একটি অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
এনিয়ে গত ১০ মাসে উদ্ধার করা বিরল প্রজাতির ২টি বানর, ৮টি সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও ২টি লজ্জাবতী বানর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
পাঠকের মতামত