শহিদুল ইসলাম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ সহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা।এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, রিভলবারের গুলি ৭টি, শটগানের কার্তুজ ৪টি, রাইফেলের গুলি ১৩টি, রাইফেলের গুলির খোসা ১৯টি উদ্ধার করতে সক্ষম হয়।
আটক ব্যক্তি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জুনায়েদ (১৯)।
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীকে রাত সাড়ে আটটার দিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয় বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
শনিবার রাত সাড়ে সাতটার দিকে উখিয়ার বালুখালী ৮নাম্বার ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের আই-১৮ব্লক এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিঃ ডিআইজি) মোঃ ইকবাল সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত