উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২৬০জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়েছে। পরে যাচাই বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্প ইর্নচাজ নিকট হস্তান্তর করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি জানিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ও এপিবিএন এ অভিযান পরিচালনা করে।
৮ এপিবিএনের অধিনায়ক মো: আমির জাফর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছে।
ক্যাম্পের অভ্যন্তরে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি চেকপোস্ট ফাঁকি দিয়ে বিভিন্ন স্হানে পালিয়ে যাওয়ার সময় ২শ জন রোহিঙ্গা আটক করা হয়।
জানা গেছে উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিদিন বিভিন্নভাবে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে যাচ্ছে। অল্প সংখ্যাক রোহিঙ্গা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছে।
এ ব্যাপারে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং বলেন, আটককৃত রোহিঙ্গাদের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির নিকট হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত