নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত হলেন উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৯-এর মোহাম্মদ হোসেনের ছেলে শামসুল আলম। অপরজনের নাম জানা যায় নি।আহতদের নাম জানা যায় নি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উখিয়ার মধুর ছড়া রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১৪এপিবিএন অধিনায়ক মো:ইকবাল সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময় ঘটনা ঘটে। এতে দুইজন নিহত হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। অপরজনের মরদেহ রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধারের জন্য ক্যাম্পে গেছে। ফেরার পর বিস্তারিত জানা যাবে।
পাঠকের মতামত