পলাশ বড়ুয়া::
দেশে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। এ উপলক্ষ্যে উখিয়া উপজেলা পর্যায়ে একজন এসএমসি সভাপতি, একজন সহকারী শিক্ষক, একজন সহকারী শিক্ষিকা ও একজন প্রধান শিক্ষককে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।
এদের মধ্যে ফরিদুল আলম কন্ট্রাক্টর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি।
একইভাবে বিকাশ কান্তি চৌধুরী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিরর্বাচিত হন। তিনি চোয়াংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। তিনি পাগলিরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রনতি প্রভা বড়। তিনি তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে স্যাটেলাইট ট্রেনিং সেন্টারে বাছাই কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেয়া হয়।
উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরণের পদক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে ইউনিয়ন পর্যায়ের বাছাই কমিটি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলায় পাঠানো হয়। এই ধারায় বিভাগ এবং জাতীয় পর্যায়ে পদক দেয়া হবে।
পাঠকের মতামত