প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ ৮:৪৩ পিএম

 

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি)::
অতি বর্ষনে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ে ৩টি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ৪শ’ ৭৪ জনের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে প্রথমে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। পরে তিনি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ এবং ওয়াগ্গা ইউনিয়নের বড়ইছড়ি বাজার সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের রেস্ট হাউস আশ্রয় কেন্দ্রে অতিবর্ষনের কারনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।

এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সহ কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে দীপংকর তালুকদার এমপি
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে পরিদর্শন করেন এবং কাপ্তাই হ্রদে কচুরিপানার কারনে সৃষ্ট মানুষের চলমান সমস্যা পর্যবেক্ষণ করেন। পরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের অফিস কক্ষে কচুরিপানা কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন।

এসময় ৫৬ ইবি, কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের, কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...

সীমান্ত থেকে ক্রিষ্টাল মেথ আইস ও হিরোইনসহ আটক ১

         পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১.৭৯০ ...

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান সম্পন্ন

         বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দেশ জুড়ে ২৮টি অঞ্চল/শাখার সমন্বয়ে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান কর্মসূচি ...

পঞ্চগড়ে ১৩শ শিক্ষার্থীকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার

         পঞ্চগড়ে ১৩শ শিক্ষার্থীকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার দিচ্ছেন তেঁতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশন। এই ...

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, বালু সহ নৌকা জব্দ

         পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ...