প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩ ১:২২ পিএম

মুকুল কান্তি দাশ, চকরিয়া:
বুধবার রাত ১০টা। বাড়ির সেফটিক ট্যাংক পরিস্কার করতে যান দুই ভাই শাহাদাত হোসেন ও শহিদুল ইসলাম। প্রথমে সেফটিক ট্যাংকের ভিতর প্রবেশ করেন বড় ভাই শাহাদাত হোসেন। ট্যাংকের ভিতর প্রবেশ করার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে। তাকে উদ্ধার করেত নামেন ছোট ভাই শহিদুল ইসলাম। এসময় ছোট ভাইও অজ্ঞান হয়ে পড়ে যান।

অনেকক্ষণ ধরে দ্ইু ভাইয়ের কোন সাড়াশব্দ না পেয়ে বাবা আনোয়ার হোসেন ঘর থেকে বের হয়ে সেফটিক ট্যাংকে দেখতে যান। ওই সময় তাদের কোন সাড়া না পেয়ে তিনিও সেফটিক ট্যাংকে নেমে যান। তিনিও অজ্ঞান হয়ে পড়ে। পরিবার লোকজন সেফটিক ট্যাংকে বাবা-ছেলেদের পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনদের খবর দেয়।

 

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষনা করেন। এসময় আশংকাজনক অবস্থায় বাবাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনিও মারা যান।

নিহতরা হলেন- ওই এলাকার আনোয়ার হোসেনের (৭০) ছেলে শহিদুল ইসলাম (১৯) ও শাহাদাত হোসেন (৪৮)।
বিএমচর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ ইউনুছ বলেন, বাবা আনোয়ার হোসেনসহ তার দুই ছেলে বাড়ির সেফটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে ট্যাংকের বিষাক্ত গ্যাসে তারা তিনজন অসুস্থ হয়ে যায়। একই পরিবারের বাবা- দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনে অনুমতি নিয়ে বিকালে জানাজা শেষে তাদের দাফন করা হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বাবা ও দুই ছেলে মারা গেছে। পরিবারের অনুরোধের প্রেক্ষিতে তাদের দাফনের অনুমতি দেয়া হয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ সেফটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু !

চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

         গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে শীতের দোকানে চলছে কাপড় বেচা-কেনা

         কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে ওঠা শীতের দোকানে চলছে কাপড়ের বেচা-কেনা।এতে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

         বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা ...

সেন্টমার্টিনে পরিচ্ছন্ন অভিযানে ১২০০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

         দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় দুইদিনব্যাপ পরিচ্ছন্নতা অভিযান করছেন ...

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...