নিজস্ব প্রতিবেদক::
প্রয়াত ভদন্ত উ: সুন্দরা মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠান ২৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের অন্তর্গত মরিচ্যা বেণুবন বৌদ্ধ বিহারে ভিক্ষুসংঘ ও গৃহীদের নিয়ে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়।
এ সময় সকলের অংশগ্রহণে প্রয়াত: ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য নানান বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি ভদন্ত ধর্মপাল মহাথের, পশ্চিম মরিচ্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিমলা জ্যোতি মহাথের, হীরারদ্বীপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ মহাথের, জ্ঞানসেন ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত কুশলায়ন মহাথের, রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক ভদন্ত কে.শ্রী জ্যোতিসেন মহাথের, উখিয়া ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত জ্যোতিপ্রজ্ঞা মহাথের।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কক্সবাজার জেলা সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া, রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক
অমৃত কুমার বড়ুয়া, ওয়ার্ল্ড বুডিষ্ট এসোসিয়েশন ইন বাংলাদেশ কক্সবাজার জেলা সহ-সভাপতি অধ্যাপক রনজিত বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি উখিয়া শাখার সভাপতি শিক্ষক অমূল্য চরণ বড়ুয়া, অচিন্ত্য বড়ুয়া, বিনয় বড়ুয়া, শিক্ষক আশিষ বড়ুয়া, সাংবাদিক পলাশ বড়ুয়া, তপন বড়ুয়া, দীনেশ বড়ুয়া, আসেন্দু বড়ুয়া, জয়বর্ধন বড়ুয়া, শিক্ষক মৃদুল বড়ুয়া, অনিল বড়ুয়া, পরিমল বড়ুয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন সন্তোষ বড়ুয়া।
পাঠকের মতামত