চকরিয়া-পেকুয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ার সরকারি হাসপাতাল মাঠে ‘হেলথ কেয়ার’ নামক একটি ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) মোহাম্মদ এরশাদকে(৩০) হত্যা করেছে কতিপয় দূর্বৃত্ত। কেন এ হত্যাকান্ড, জানা না গেলেও জিজ্ঞাসাবাদ করতে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে একই কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ (এমআর) আশিক বিল্লাহকে।
শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে হাসপাতাল মাঠে এরশাদের জবাই করা মরদেহ পথচারীরা দেখে থানায় খবর দিলে রাত সোয়া ১১ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক(এসআই) রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, ‘কেন, কে বা কারা, এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি তাৎক্ষণিক। হত্যার ক্লু উদঘাটন করতে পুলিশের একটি টিম তদন্ত শুরু করেছে। লাশের ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
একই কোম্পানির এমআর আশিক বিল্লাহকে গ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে এসআই রাজিব সরকার বলেন, ‘গ্রেপ্তার নয়, বিভিন্ন বিষয় জানতে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।’
তবে স্থানীয় লোকজন ধারণা করছেন, ওই ওষুধ কোম্পানির স্টাফদের মধ্যে দ্বন্দ্ব কলহের জের ধরে হত্যাকান্ডটি ঘটতে পারে।
পাঠকের মতামত