জামালপুরের প্রতিযশা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সদর বড়ইছড়ি শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে কাপ্তাই প্রেসক্লাবের নেতৃবৃন্দরা অংশ নেয়।
এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্ত, নির্বাহী সদস্য অর্ণব মল্লিক প্রমুখ।
এদিকে, মানববন্ধনে বক্তারা গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের যেভাবে হেনস্থা এবং হামলা করা হচ্ছে তার জন্য তীব্র নিন্দা জানানো হয় মানববন্ধন থেকে। **ছবির ক্যাপসনঃ সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কাপ্তাই প্রেস ক্লাবের মানববন্ধন। মোঃ নজরুল ইসলাম লাভলু কাপ্তাই প্রতিনিধি ০১৮১৪-৮৯৫৪৬৯
পাঠকের মতামত