ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৮, ২০২৩ ৯:২৫ পিএম , আপডেট: জুন ১৮, ২০২৩ ৯:২৭ পিএম

 

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই::
এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের সব সম্প্রদায়ের ধর্মীয় উপসনালয়ে নতুন নতুন ভবন নির্মান হচ্ছে। এতে প্রমাণিত হয়, এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।

রবিবার (১৮ জুন) সকালে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের নবনির্মিত দ্বিতল চার্চ ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসন কথা বলেন।

তিনি আরও বলেন, প্রত্যেকটি ধর্মের মধ্যে শান্তির কথা বলা হয়েছে। ধর্মীয় অনুশাসন যদি সকলে মেনে চলে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে এই দ্বিতল চার্চ ভবন নির্মাণ করা হয়।

এ উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘে নবনির্মিত চার্চের ফলক উন্মোচন, চার্চের পালক সখরীয় বৈরাগীর পরিচালনায় প্রার্থনা সভা, খ্রীস্ট সঙ্গীত পরিবেশন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের সভাপতি উইং কমান্ডার (অবঃ) খ্রীষ্টোফার অধিকারীর সভাপতিত্বে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, শেড বোর্ডের পরিচালক মলিনা কর্মকার, ময়মনসিংহ অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি জন সাংমা, গোপালগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি ডেবিট অধিকারী, বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ সংঘের প্রাক্তন সহ-সভাপতি জগদীশ কর্মকার, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, দিনাজপুর অঞ্চলের ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিজয় দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, রাঙ্গুনিয়া ও কাপ্তাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ বিভিন্ন আঞ্চলিক চার্চ সংঘের প্রতিনিধি, পালকবৃন্দ এবং মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ এই দেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ : চন্দ্রঘোনায় নিখিল চাকমা

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

         ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে কমিশন গঠন ...

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন

         ‘জয় বাংলা’-কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম ...

এক বেঞ্চে ৫ জন বসিয়ে পরীক্ষা গ্রহণ বেঞ্চ-সংকটে ভোগান্তি থাইংখালী দাখিল মাদ্রাসায়

         • ৬৮০ জন শিক্ষার্থীর জন্য মাত্র ৮০ জোড়া বেঞ্চ • শ্রেণিতে পাঠদান চলাকালে বেঞ্চে বসে ...