প্রকাশিত:
জুন ১৭, ২০২৩ ১০:০৯ পিএম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ হারেস (২২)।
শনিবার (১৭ জুন) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্টের সি-৫ ব্লকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, টমটমের (ইজিবাইকের) ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে হারেস।
খবর পেয়ে আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
পাঠকের মতামত