প্রকাশিত: জুন ১৩, ২০২৩ ১২:৫৮ এএম

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাইয়ে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (১২ জুন) বিকেল ৪ টায় কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুমন দে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ক্রীড়া সংস্থার সদস্য সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে বালক বিভাগের ২ টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কাপ্তাই ইউনিয়ন ২-০ গোলে রাইখালী ইউনিয়নকে পরাজিত করে। বালক বিভাগের দ্বিতীয় খেলায় চন্দ্রঘোনা ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নে মধ্যে খেলা গোল শূন্য হয়।

এছাড়া কাপ্তাই উপজেলা পর্যায়ে বালিকা বিভাগে জেলা পর্যায়ে প্রেরণের নিমিত্তে ৫টি ইউনিয়নের খেলোয়াড়দের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন দাশ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কল্যান বিকাশ তনচংগ্যা ও আল আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের। টুর্নামেন্টে সর্বমোট ৫টি ইউনিয়নের বালক ও বালিকা বিভাগে মোট ৫টি দল অংশ নিয়েছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কাপ্তাইয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ: ঘটনায় বাংলাদেশি কিশোরের পা বিচ্ছিন্ন

           নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটেছে। ঘটনায় এক বাংলাদেশি কিশোরের পায়ের ...

আটকের ১৬ দিন পরে টেকনাফ স্থলবন্দর ফিরলো পণ্যবাহী জাহাজ

           জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি আটকের ...

টেকনাফ প্রেসক্লাবের কমিটি গঠিত

         মনির সভাপতি, সালাম সম্পাদক ও টিপু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত টেকনাফ প্রতিনিধি: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ...

বাপা ঈদগাঁও উপজেলা কমিটি গঠিত

           সেলিম উদ্দীন, ঈদগাঁও। পরিবেশ রক্ষা আন্দোলনে দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও  ...

চকরিয়ায় বখাটে জামাইয়ের ছুরিকাঘাতের ১৫ দিন পর শ্বাশুড়ির মৃত্যু

         কক্সবাজারের চকরিয়ায় শ^াশুড়িকে ছুরিকাঘাত করার ১৫ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শ্বাশুড়ি পারভীন আক্তার ...