গত ৩০ মে ২০২৩খ্রি: তারিখ আজকের কক্সবাজার বার্তা নামক পত্রিকায় “মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট” শীর্ষক সংবাদে আমার ছবি ও নাম প্রকাশের ঘটনায় আমি বিস্মিত হয়েছি। কারণ এধরনের কোন ঘটনার সাথে আমি কখনো জড়িত ছিলাম না। আমার নামে কোথাও কোন ধরণের মামলা নেই। তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মূলত: দীর্ঘদিন ধরে আমি হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। যার ফলে রাজনৈতিক ভাবে আমাকে ঘায়েল করার জন্য একটি স্বার্থান্বেষী মহলের ইশারায় প্রতিবেদক উক্ত সংবাদে আমার নাম ও ছবি প্রকাশ করেছে।
আগামীতে রিপোর্ট করার সময় কারো ছবি এবং নাম ব্যবহারের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করা জরুরী বলে আমি মনে করছি। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। পাশাপাশি উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মুসলিম উদ্দিন
সাধারণ সম্পাদক
হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ
উখিয়া, কক্সবাজার।
পাঠকের মতামত