প্রকাশিত: মে ২৯, ২০২৩ ৫:৪১ পিএম

 

কাপ্তাই প্রতিনিধি::
কাপ্তাই উপজেলাধীন চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকায় নতুন স্টীল বেইলী সেতু নির্মাণের জন্য আগামী বুধবার (৩১ মে) ভোর সাড়ে ৫টা থেকে শুক্রবার (২ জুন) ভোর সাড়ে ৫টা পর্যন্ত দু’দিন সড়কটিতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। সোমবার (২৯ মে) চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের একটি জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এবিষয়ে চট্টগ্রাম সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নিজামুদ্দীন জানান, বর্তমানে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের (বড়ইছড়ি-কাপ্তাই) অংশের ব্যাঙছড়ি এলাকায় সেতুটি দীর্ঘদিনের পুরানো ও জরাজীর্ণ হওয়ায় অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছে। যার ফলে সেখানে একটি নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সেতুটি নির্মিত না হওয়া পর্যন্ত বিকল্প এই বেইলি সেতুটি স্থাপন করা হচ্ছে। এতে যান চলাচলে ঝুঁকি অনেকটা কমে আসবে। পাশাপাশি বেইলি সেতুটি স্থাপনের জন্য উল্লেখিত দু’দিন ওই সড়কে যানচলাচল বন্ধ থাকবে। তবে সাময়ীক অসুবিধা হলেও বেইলি সেতুটি স্থাপনের পর যানচলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যাবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, কাপ্তাইয়ের ব্যাঙছড়িতে পুরানো সেতুর বিকল্প হিসেবে একটি স্টীল বেইলি সেতু স্থাপন করা হবে। যার ফলে বেইলি সেতুটি স্থাপনের জন্য আগামী বুধবার ভোর থেকে দু’দিন সড়কটিতে যানচলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিকল্প এই বেইলী সেতুটি নির্মিত হয়ে গেলে হলে আবারো যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বেইলি ব্রীজ নির্মাণের জন্য দু'দিন বন্ধ থাকবে কাপ্তাই-বড়ইছড়ি সড়ক

চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...

সীমান্ত থেকে ক্রিষ্টাল মেথ আইস ও হিরোইনসহ আটক ১

         পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১.৭৯০ ...

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান সম্পন্ন

         বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দেশ জুড়ে ২৮টি অঞ্চল/শাখার সমন্বয়ে তৃতীয় ধাপে শীতবস্ত্র দান কর্মসূচি ...

পঞ্চগড়ে ১৩শ শিক্ষার্থীকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার

         পঞ্চগড়ে ১৩শ শিক্ষার্থীকে শীতের কাপড় ও স্কুল ব্যাগ উপহার দিচ্ছেন তেঁতুলিয়া শিশু স্বর্গ ফাউন্ডেশন। এই ...

করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ট্রাক্টর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, বালু সহ নৌকা জব্দ

         পঞ্চগড়ে করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ট্রাক্টর মালিককে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ...